About Sharod_somman-friendly-puja-2022

দূর্গা পূজা- বাঙালীর শারদীয় মহা উৎসব শুধু একটা রীতিনীতির চেয়েও বেশি কিছু। পরিবার, বন্ধু, এবং সম্প্রদায়ের সাথে পুনর্মিলিত হওয়া, বাংলার কারুকার্য ও সংস্কৃতি অন্বেষণ করা, বাংলার বিভিন্ন রান্না ও মিষ্টির উপর গ্যাস্ট্রোনমিক ভোজের মধ্যে ডুব দেওয়া; ক্লান্তিহীন প্যান্ডেল হপিং। দুর্গা পূজা একটা আবেগ। এমন একটা উৎসবের মৌসুমে বয়স্কদের খেয়াল রাখা একটা দায়িত্ব যা সবার নেওয়া উচিত। আমাদের জীবন ও কর্মজীবন গঠনে মা-বাবা বা গুরুজন তাদের সোনালী দিনগুলো হাসি মুখে বিসর্জন দিয়ে দেয়। বাংলার একজন দায়িত্বশীল নাগরিক হয়ে বয়স্ক ব্যক্তিদের খেয়াল রাখার জন্য আমাদের মনোযোগ দেওয়া উচিত। দুর্ভাগ্যবশত, আজকের স্বতঃস্ফূর্ত ব্যস্ত পৃথিবীতে, তাদের সুযোগ-সুবিধাগুলো প্রায়ই উপেক্ষিত হয়। এই কথা মাথায় রেখে, ক্রাফটসোসাইলি একটি উদ্যোগ নিয়েছে পূজা প্যান্ডেলকে সংবর্ধনা দেওয়ার যা সেরা বয়স্ক বন্ধুত্বপূর্ণ সুবিধা এবং অগ্রাধিকার রয়েছে। রাজবাড়ীর ঐতিহ্যবাহী দুর্গাপুজোসহ সারা কোলকাতার ১০টি দুর্গাপূজার প্যান্ডেল বেছে নিয়েছে কারুশিল্পীরা। ক্রাফটসোশ্যাল এল্ডার ফ্রেন্ডলি পূজা অ্যাওয়ার্ড 2022-এর বিজয়ীদের আমরা অভিনন্দন জানাই

শারদ সম্মানে সম্মানিত ক্লাবগুলির নাম