Sharod samman 2023
দূর্গা পূজা- বাঙালীর শারদীয় মহা উৎসব শুধু একটা রীতিনীতির চেয়েও বেশি কিছু। পরিবার, বন্ধু, এবং সম্প্রদায়ের সাথে পুনর্মিলিত হওয়া, বাংলার কারুকার্য ও সংস্কৃতি অন্বেষণ করা, বাংলার বিভিন্ন রান্না ও মিষ্টির উপর গ্যাস্ট্রোনমিক ভোজের মধ্যে ডুব দেওয়া; ক্লান্তিহীন প্যান্ডেল হপিং। দুর্গা পূজা একটা আবেগ। এমন একটা উৎসবের মৌসুমে বয়স্কদের খেয়াল রাখা একটা দায়িত্ব যা সবার নেওয়া উচিত। কারুশিল্প সামাজিক অগ্রজ বন্ধুত্বপূর্ণ পূজা পুরস্কার একটি ব্যাপক চিন্তা নিয়ে জন্মগ্রহণ করেছিল — দুর্গাপূজা কমিটিগুলিকে একটি প্রবীন বন্ধুত্বপূর্ণ উপায়ে পূজা মন্ডপ আয়োজন করতে উত্সাহিত করার জন্য যা বয়স্ক ব্যক্তিদের শারীরিকভাবে একটি ঝামেলাহীন পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করতে আকৃষ্ট করবে। আমাদের দক্ষ প্যানেল এবং পিপলস জুরি 16 টি পূজা প্যান্ডেল বাছাই করেছে এবং সেরা 10 টি সেরা বয়স্ক বন্ধুত্বপূর্ণ পূজা প্যান্ডেল নির্বাচন করেছে। ক্রাফটসোশ্যাল এল্ডার ফ্রেন্ডলি পূজা অ্যাওয়ার্ড 2023 হল দুর্গাপূজার সংগঠক ও ব্রেইনচাইল্ড অফ ক্রাফটসোসাইলি ও মেডিকেলওয়্যজডম (টেকনিকাইজ সফটওয়্যার ও টেকনোলজি প্রাইভেট লিমিটেড) এর জন্য একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ,কলকাতা ভিত্তিক একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি গ্লোবাল অপারেশন)। আমাদের ভারতীয় সমাজে বয়স্ক ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল ক্র্যাফটসোশ্যাল এল্ড ফ্রেন্ডলী পূজা অ্যাওয়ার্ড 2023 হল শ্রেষ্ঠত্বের একটি উদযাপন। আমাদের জুরিতে জীবনের বিভিন্ন স্তরের বিশিষ্ট বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত। আমাদের পুরস্কার স্মারক পূর্ণবয়স্ক বন্ধুত্বপূর্ণ আতিথেয়তার প্রতিনিধিত্ব করে। পুরস্কারটি বাকা এবং সেরা মানের সেগুন কাঠ থেকে একত্রিত করা হয়; নিচের মঞ্চে একটি পদ্ম এবং ব্যাকগ্রাউন্ডে মা দুর্গার মুখ প্রতিনিধিত্ব করে। মো: আলী দ্বারা সম্পূর্ণ স্মৃতি বাঁকা। বাঁকুড়ার প্রাচীন ঐতিহ্যবাহী ডোকরা নৈপুণ্য দিয়ে তৈরি মা দুর্গার একটি ক্ষুদ্রতা পশ্চিমবঙ্গের সূক্ষ্ম কারুকার্যকে প্রতিনিধিত্ব করে। এই ধারণার পিছনে আমাদের নিবেদিত ডিজাইনার দল অভিজিত প্রধান, চন্দ্র শেখর সেনগুপ্ত, জয়শঙ্কর সেনগুপ্ত, সুজা ঘরামী এবং সৌগত দাস অন্তর্ভুক্ত। সোনালী রঙের ধাতব লোগোটি নিখুঁতভাবে তৈরি করেছেন মোঃ আলামিন এবং কাঠ খোদাই করেছেন জনাব কিশোর। সৌগত মজুমদারের নেতৃত্বে ইলেক্ট্রনিক্স টিম ছিল গৌরব মজুমদার, সুমন বৰ্মন ও সুমিত ঘোষ যারা ঢাকের লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট নিয়ে কাজ করে। চিত্রকর্মের কাজ করেছেন মোঃ জাকির, ইমরান হোসেন, সফিক ও শহীদ। রবিশঙ্কর সেনগুপ্ত এবং চন্দ্র শেখর সেনগুপ্ত নিয়ে গঠিত ফটোগ্রাফি টিম।
Visit Pandel
পূজা প্যান্ডেল দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন : Visit Pandel
Visit Gallery
দূর্গা ঠাকুরের ফটো দেখার জন্য এই লিংক এ ক্লিক করুন : View Gallery
শারদ সম্মানে সম্মানিত ক্লাবগুলির নাম
মহান আত্মাদের প্রতি আমাদের স্মৃতি তর্পণ।
কথা ও কবিতার অন্য পাঁচালি
বাংলার পট শিল্প
যেখানে শিব ও বুদ্ধ একাকার।
আঁধার জীবন থেকে আলোয় ফেরার গাথা
স্বতন্ত্র যা দেহের এক নিজস্ব প্রযুক্তি।
শিল্পের মাধ্যম সাধারন মানুষ এবং দেবী দুর্গা সম্পৃক্ত হয়ে যাবে একে অপরের সাথে।
মায়েরা সক্কলকে আগলে রেখেছেন নিজের আঁচলে।
বাংলার বিস্তৃত বিপ্লবী নারীদের স্মরণ করে, এইবারের কাজ।
দিশাহীন অসহায় মানুষ সময়ের সোপান বেয়ে একদিন ঠিক পৌঁছে যাবে তার অভিষ্ট লক্ষ্যে।